বিসিবি চাইলে পদত্যাগ করতে রাজি আছেন হাথুরুসিংহে
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন আওয়ামী লীগ প্রধান শেষ হাসিনা। সরকার পতনের পর দেশের সব বিভাগেই চলছে পরিবর্তনের হিড়িক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিও এর ব্যতিক্রম নয়। গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতির পদ ছাড়বেন নাজমুল হাসান পাপন।
সেই আলোচনার মধ্যেই আজ বিসিবির পরিচালকের পদ ছেড়েছেন জালাল ইউনুস। গুঞ্জন আছে, বড় পরিবর্তন আসবে বাংলাদেশ দলের কোচিং প্যানেলেও। চাকরি হারাতে পারেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আলোচিত বিষয়টি নিয়ে এবার নিজেই মুখ খুললেন এই লঙ্কান কোচ। জানালেন, বিসিবি চাইলে টাইগারদের কোচের পদ থেকে পদত্যাগ করবেন তিনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তান অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে সেটা আমি জানি না। যতদিন বিসিবির সঙ্গে আমার চুক্তির মেয়াদ আছে ততদিন আমি দায়িত্ব পালন করে যেতে চায়। বোর্ড যদি বদলে যায় এবং পরিবর্তন আসে তাতে আমার সমস্যা নেই। তারা যদি আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে তাহলে আমিও খুশি মনে কাজ করে যাব।’
নিজের চাকরির পাশাপাশি ছাত্র আন্দোলনে নিহতদের নিয়েও কথা বলেছেন টাইগারদের ক্লাসের প্রধান শিক্ষক, ‘আন্দোলনে যারা মারা গেছে তাদের পরিবারের জন্য আমার দোয়া এবং ভালোবাসা। সময়টা খুবই কঠিন ছিল। যা আমাকে আবেগতাড়িত করেছে। আমি আশা করি শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি একটি অভূতপূর্ব ঘটনা। আশা করছি দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।’
হাথুরুসিংহের মতে, পাকিস্তান সফরে বাংলাদেশ দল ভালো কিছু করলে সেটা মানুষের মনে আনন্দ ফিরিয়ে আনতে সাহায্য করবে, ‘ছেলেদের সামনে দেশের মানুষের মন মানসিকতা ভালো করার সুযোগ থাকছে। আমরা জানি, খেলাধুলার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করা ও আশা দেখানো যায়। এখানে জিততে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকটপ্রেমীদের জন্য দারুণ কিছু হবে।’