দুই দিন আগেই একাদশ জানাল পাকিস্তান

দুই দিন আগেই একাদশ জানাল পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে লম্বা দৈর্ঘ্যের সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ আগস্ট। আসন্ন ম্যাচটি শুরু হতে এখনও দুই দিন বাকি আছে। এরই মধ্যে ম্যাচটির জন্য নিজেদের একাদশ প্রকাশ করেছে স্বাগতিকরা।

রাওয়ালপিন্ডি টেস্ট হবে পেস সহায়ক উইকেটে। এজন্য একাদশে চার পেসার রেখেছে পাকিস্তান। দলের পেস আক্রমণের সেরা দুই নাম শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ’র পাশাপাশি একাদশে জায়গা পেয়েছেন খুররম শাহজাদ ও মোহাম্মদ আলি।

এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে দুটি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন মোহাম্মদ আলি। ঝুলিতে পুরেছেন চার উইকেট। অন্যদিকে মাত্র একটি টেস্ট খেলে পাঁচ উইকেট নিয়েছেন খুররম। পরিসংখ্যানই বলছে, অভিজ্ঞতা কম হলেও প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারেন তারা।

আসন্ন সিরিজ দিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্টে অধিনায়কত্ব করতে যাচ্ছেন শান মাসুদ। প্রথম টেস্টে যথারীতি ব্যাটিং বিভাগে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, সৌদ শাকিল, সাইম আইয়ুবদের পাচ্ছে এশিয়ান জায়ান্টরা।

গত এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ পান জেসন গিলেস্পি। গত কয়েক মাসে এই ফরম্যাটের ম্যাচ না থাকায় পাকিস্তানের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পাননি অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা পেসার। অবশেষে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে অভিষেক হবে তার।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পাকিস্তান একাদশ:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক ব্যাটার), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা এবং শাহিন শাহ আফ্রিদি।

সম্পর্কিত খবর