বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সালমান

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সালমান

পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২১ আগস্ট। আসন্ন ম্যাচের জন্য ইতিমধ্যে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচটির ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামকে বলা হয় পেসারদের স্বর্গরাজ্য। এজন্য সফরকারীদের বিপক্ষে চার পেসার নিয়ে খেলবে শান মাসুদের দল।

বিপরীতে প্রথম টেস্টে স্বাগতিকদের একাদশে একমাত্র স্পিনার হিসেবে থাকছেন সালমান আলি আঘা। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনে হাতপাঁকা ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের। পেস সহায়ক উইকেটে একমাত্র স্পিনার হিসেবে একাদশে জায়গা পাওয়ায় বাড়তি চাপ থাকছে সালমানের ওপর।

যদিও অভিজ্ঞতা থাকায় তেমন কোনো চাপ অনুভব করছেন না সালমান। উল্টো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি।

প্রথম ম্যাচকে সামনে রেখে সালমান বলেন, ‘রাওয়ালপিন্ডির পিচ সবুজ দেখায়। এখানকার পিচ পেস বোলারদের জন্য বেশি পছন্দ হবে বলে মনে হয়। আমি অস্ট্রেলিয়ায় একমাত্র স্পিনার হিসেবে খেলেছি এবং সেখানে ভালো করেছি। কোন চাপ নিচ্ছি না। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে সন্তুষ্ট সালমান, ‘দলের পরিবেশ খুবই দারুণ। সব খেলোয়াড় একে অপরকে ভাই ও বন্ধুর মতো সমর্থন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই বলা হচ্ছে। সেসবের সঙ্গে আমি কোনো মিল দেখছি না।’

সম্পর্কিত খবর