সেপ্টেম্বরে আর্জেন্টিনার ম্যাচে নেই মেসি
কোপা আমেরিকা শেষে আবার পুরোনো লড়াইয়ে ফিরে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে সরাসরি উতরে যাওয়ার লড়াই। তবে আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় দুই ম্যাচে আকাশী-সাদাদের হয়ে মাঠে নামবেন না অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার ফাইনালে অধিনায়ক মেসি চোট নিয়ে ৬৩ মিনিটে চলে গিয়েছিলেন মাঠের বাইরে। এরপর থেকে তিনি আর মাঠে ফেরেননি। কবে ফিরবেন তিনি, তা নিয়েও কিছু জানাতে পারেনি তার দল ইন্টার মায়ামি। সে কারণেই তাকে ছাড়া দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মেসি নেই। তবে তাই বলে আর্জেন্টিনার আক্রমণভাগে তারকার অভাব নেই। সদ্য আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া হুলিয়ান আলভারেজ, ইন্টার মিলান তারকা ও আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নায়ক লাওতারো মার্তিনেজ আছেন এই তালিকায়। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করা তাতি কাস্তেইয়ানোসকেও রাখা হয়েছে এই স্কোয়াডে।
আসছে মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবার কোপা আমেরিকার ফাইনালিস্ট কলম্বিয়ার মুখোমুখি হবে কোচ লিওনেল স্কালোনির দল। তার আগে চিলির বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। চিলির বিপক্ষে ম্যাচটা হবে ৬ সেপ্টেম্বর। এরপর ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনার স্কোয়াড–
গোলরক্ষক– ওয়ালতার বেনিতেজ, হেরোনিমো রুইয়ি, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার– গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, লিওনার্দো বালের্দি, নিকলাস অতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার– লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজকিয়েল ফের্নান্দেজ, রদ্রিগো দি পল।
ফরোয়ার্ড– নিকো গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, গালিয়ানো সিমিওনে, ভালেন্তিন কারবোনি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেইয়ানোস।