বাংলাদেশের বিপক্ষে কোথায় ব্যাট করবেন বাবর, জানাল পাকিস্তান

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:১৯ এএম | ২০ আগস্ট, ২০২৪

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আগামীকাল বুধবার মুখোমুখি হবে পাকিস্তানের। এই ম্যাচের এক দিন আগেই ম্যাচের দল ঘোষণা করে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। সেখানেই পরিষ্কার হয়ে গেছে ম্যাচে কী হবে সাদা বলের অধিনায়ক বাবর আজমের ভূমিকা। 

ম্যাচের দল ঘোষণার সময় পাকিস্তান জানিয়ে দিয়েছে, নামগুলো সবার নিজ নিজ ব্যাটিং অর্ডার অনুসারে। সেখানে ওপেনার হিসেবে দেখা গেছে আব্দুল্লাহ শফিক আর সাইম আইয়ুবের নাম। তিনে খেলবেন অধিনায়ক শান মাসুদ। এরপর চারে নামবেন বাবর।

সময়ের অন্যতম সেরা এই ব্যাটার তার টেস্ট ক্যারিয়ারের শুরুর একটা বড় সময় খেলেছেন তিনে। নতুন কোচ জেসন গিলেস্পির অধীনে আবারও তিনি তার পুরোনো পজিশনে ফিরে যাবেন, ধারণা করা হচ্ছিল এমনই। তবে সে ধারণা সত্যি হয়নি, তাকে চারে রেখেই ম্যাচের দল ঘোষণা করেছে পাকিস্তান। 

তার পরে আছে সহ-অধিনায়ক সাউদ শাকিলের নাম। অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান আসবেন ৬ নম্বরে। তারপর স্পিন অলরাউন্ডার সালমান আলী আগা নামবেন। শেষ চারজন পাকিস্তানের বিশেষজ্ঞ পেসার, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ আর মোহাম্মদ আলী।

এর আগে গতকাল সোমবার পাকিস্তান স্কোয়াড থেকে আমির জামালকে ছেড়ে দেওয়া হয়েছে। ফিটনেস সমস্যার কারণে এই পরিণতি হয়েছে তার। এদিকে স্কোয়াডে থেকেও দলে জায়গা পাননি মির হামজা, মোহাম্মদ হুরাইরা আর সরফরাজ আহমেদ।

খেলার দুনিয়া | ফলো করুন :