বাংলাদেশের বিপক্ষে লড়াইটা কঠিন হবে, ভাবনা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে লড়াইটা কঠিন হবে, ভাবনা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আর বাকি এক দিন। তার আগেই দল কেমন হবে জানিয়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। এটা অবশ্য তাদের রেওয়াজই বনে গেছে শেষ কিছু দিনে। 

তাদের স্কোয়াডে আছে চার জন পেসার। তাতেই পরিষ্কার উইকেটটা কেমন হবে। তার আঁচ অবশ্য আগে থেকেই পাওয়া যাচ্ছিল, রাওয়ালপিন্ডির উইকেট এতটাই সবুজ ছিল যে, আউটফিল্ড থেকে পিচ আলাদা করাই মুশকিল হয়ে যাচ্ছিল। 

তবে দলটার স্পিনার সালমান আলী আগা জানালেন পরিস্থিতিটা পরিষ্কার হবে ম্যাচের দিনই। তার ভাষ্য, ‘আসল পরিস্থিতিটা কেমন, সেটা ম্যাচের দিনই বুঝা যাবে। কিন্তু এখন যেমন সবুজ, তাতে মনে হচ্ছে পেস সহায়ক উইকেটই হতে যাচ্ছে। তবে আমি মনে করি আমাদের বোলিং বেশ ভারসাম্যপূর্ণ, আস্থার প্রতিদান দিতে পারবে।’ 

বাংলাদেশ তাদের ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারিয়েছে চোটের কারণে। তবে এরপরও সালমানের অভিমত, বাংলাদেশ বেশ ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড নিয়েই মাঠে নামতে যাচ্ছে। 

তার ভাষ্য, ‘বাংলাদেশ বেশ ভালো প্রতিপক্ষ। তাদের বোলিংটা বেশ ভালো। তাদের স্কোয়াডটাও বেশ ভারসাম্যপূর্ণ। দলটাতে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের সংমিশ্রণটা বেশ ভালো। তাই আমাদের মনে হচ্ছে সিরিজটাতে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে।’

সম্পর্কিত খবর