১ ওভারে ৩৯ রান, বিশ্বরেকর্ড গড়লেন সামোয়ার ব্যাটার
টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড দেখল টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া-প্যাসিফিকের বাছাইপর্ব। সামোয়ার দারিউস ভিসের এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। ভানুয়াতুর বিপক্ষে তিনি এক ওভারে তুলেছেন ৩৯ রান।
এক ওভারে ছয় ছক্কা মেরে টি-টোয়েন্টিতে প্রথম রেকর্ডটা গড়েছিলেন যুবরাজ সিং। এরপর কাইরন পোলার্ড, নিকলাস পুরান, দীপেন্দ্র সিং ঐরি, রোহিত শর্মা আর রিংকু সিংয়ের নামে ছিল এই কীর্তি। তবে আজ সবাইকে ছাড়িয়ে গেলেন ভিসের।
ইনিংসের ১৫তম ওভারে তিনি ওই ৬টা ছক্কাই হাঁকিয়েছেন। তবে তিনি বাড়তি আরও তিনটি রান পেয়েছেন তিনটি নো বল থেকে। ভানুয়াতুর ওই দুর্ভাগা বোলারের নাম নালিন নিপিকো। আজ সামোয়ার আপিয়ায় গার্ডেন ওভালের ২ নম্বর মাঠে গড়া হয়ে গেছে এই বিশ্বরেকর্ড।
ভিসের যখন নামছেন, তখন দলের অবস্থাটা ভালো ছিল না। তিনি নিপিকোর করা ওই ১৫তম ওভারের প্রথম তিন বলে ছক্কা হাঁকান, এরপর চতুর্থ বৈধ বলে ছক্কা মেরে দলকে তিন অঙ্কে নিয়ে যান। ওই ওভারে একটা ডট দিয়েছিলেন ভিসের, পঞ্চম বলে ওই ডট না হলে রেকর্ডটা আরও বড়ও হতে পারত বৈকি!
তবে বোলার নিপিকো ভিসেরকে সে ক্ষতিটা ‘পুষিয়ে’ দিয়েছেন পরের বলে। ওভারের তৃতীয় নো বলটা করে বসেন তিনি। সে বলে ছক্কা হজম করেন তিনি, এরপর ওভারের শেষ বৈধ বলেও ছক্কা মারেন ভিসের। বিশ্বরেকর্ডটা গড়া হয়ে যায় তাতেই। সঙ্গে তার দেশের হয়েও একটা রেকর্ড হয়ে যায়। সামোয়ার হয়ে প্রথম বারের মতো কোনো ব্যাটার করে ফেলেন আন্তর্জাতিক সেঞ্চুরি।
ভিসের তার ইনিংসটা শেষ করেছেন ১৪টা ছক্কা মেরে। ৬২ বলে তিনি খেলেন ১৩২ রানের অতিমানবীয় ইনিংস। তার এমন ইনিংসে ভর করে সামোয়া তুলে নিয়েছে তাদের দ্বিতীয় জয়। ২০২৬ বিশ্বকাপে খেলার আশাটাও তাই দলটা বাঁচিয়ে রেখেছে ভালোভাবেই।