চুক্তি শেষ করতে চান হাথুরুসিংহে, তবে…

চুক্তি শেষ করতে চান হাথুরুসিংহে, তবে…

গেল বছরের শুরুতে বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার চুক্তি আছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সে চুক্তি শেষ করেই বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়তে চান তিনি। তবে তার আগেই যদি বিসিবির নতুন বোর্ড তাকে সরিয়ে দিতে চায়, তাহলেও তাতে কোনো আপত্তি নেই তার। 

হাথুরুর সবচেয়ে বড় সমর্থক ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই তিনি গেল ৫ আগস্টের পর থেকে দেশে নেই। তিনি সরে যাচ্ছেন বিসিবির সভাপতির পদ থেকেও। 

এখন হাথুরুর বাংলাদেশের কোচ থাকা নিয়েও উঠছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে হাথুরু জানালেন, ‘আমি জানি না দেশে কী হচ্ছে। আমি একটা চুক্তিতে সই করেছি, তার একটা মেয়াদ আছে। সেটা শেষ করতে আগ্রহী আমি।’

এরপরই জানালেন, নতুন বোর্ডের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না তিনি। বললেন, ‘যদি নতুন বোর্ডের নতুন মানুষগুলো পরিবর্তন চায়, তাহলে তাতে আমার সমস্যা নেই। যদি তারা আমাকে নিয়ে সামনে এগোতে চায়, তাহলে আমি খুশিই হব।’

আগামী বছর ফেব্রুয়ারিতে এই পাকিস্তানের মাটিতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সে পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ আছে হাথুরুর। তবে সেটা পূরণ করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠে গেছে এখন।

সম্পর্কিত খবর