বিসিবির জরুরি সভা বুধবার, আসছে বড় সিদ্ধান্ত
আগামীকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট দল যখন পাকিস্তানের মুখোমুখি হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে, তখন বিসিবিতে বসবে গুরুত্বপূর্ণ এক সভা। যে সভা থেকে আসতে পারে জরুরি কিছু সিদ্ধান্তও।
গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশের বড় বড় অনেক রাষ্ট্রায়ত্ত্ব ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে লেগে গেছে পরিবর্তনের হিড়িক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও তার আঁচ লেগেছে। বিসিবি সভাপতি সরকার পতনের পর থেকে আছেন দেশের বাইরে। একাধিক বিসিবি পরিচালকও গা ঢাকা দিয়েছেন।
যার ফলে বিসিবি কার্যত অচল হয়ে আছে। নারী বিশ্বকাপের আয়োজন বাংলাদেশের করার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই পথ রুদ্ধ করে রেখেছে তার।
এমন পরিস্থিতিতে আগামীকাল বিসিবিতে বসছে জরুরি এক সভা। আগামীকাল সকাল ১১টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বসবে এই সভা।
সরকার পতনের পর থেকে এই পর্যন্ত কোনো সভা বসেনি বিসিবিতে। আগামীকালই প্রথম বারের মতো বসছে এই সভা। এই সভায় বিসিবির নতুন অন্তর্বর্তীকালীন সভাপতি ঠিক করা হতে পারে বলেও গুঞ্জন আছে।