পাকিস্তান সিরিজের আগে যা বললেন অধিনায়ক শান্ত
পাকিস্তানের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগে আলোচনায় আছে অনেক কিছু, রাওয়ালপিন্ডির গ্রিনটপ উইকেট, বাংলাদেশের পরিস্থিতি, শান্তর নিজের ফর্মসহ অনেক কিছু। সিরিজ শুরুর ঠিক আগে তার সবকিছু নিয়েই প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তার সে সংবাদ সম্মেলনের পুরোটা তুলে ধরা হলো স্পোর্টস বাংলার পাঠকদের জন্য–
সবুজ উইকেট নিয়ে কথা হচ্ছে। পাকিস্তানও তাদের একাদশ সাজিয়েছে ৪ পেসার নিয়ে। এখানে টসটা কেমন গুরুত্বপূর্ণ হবে?
খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি, ব্যাটিং বোলিং যাই হোক আমাদের খেলোয়াড়রা তৈরি, যেটা গুরুত্বপূর্ণও। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে অতটা ভাবছি না। কারণ, খেলোয়াড় হিসেবে যে কোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্টে জেতেনি বাংলাদেশ। এই ইতিহাস কি কোনো চাপ হবে বাংলাদেশের জন্য?
এটা তো রেকর্ডই, এই রেকর্ডটা তো বদলানোও যায়! কাজটা সহজ হবে না। যেমনটা আমি বললাম, আমাদের বেশ ভারসাম্যপূর্ণ দল আছে। আমাদের বিশ্বাস এবার স্পেশাল কিছু করে যেতে পারব। এখানে খেলতে খেলোয়াড়রা মুখিয়ে আছে।
দেশের এমন কিছু হয়ে গেল, আপনি কীভাবে টাচড হয়েছেন এই বিষয়টাতে?
শেষ কিছু দিন আমাদের কঠিন সময় গেছে সবারই। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। কিন্তু যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন পড়ে থাকার কোনো উপায় নেই। এখন সামনে তাকাতে হবে। তবে যে পরিস্থিতিটা ছিল, প্রত্যেকটা পরিবারের জন্য কঠিন সময় ছিল, প্রত্যেকটা মানুষের জন্য কঠিন সময় ছিল।
আশা করছি যে সামনে যে দিন আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। এবং আমরা খেলোয়াড় হিসেবে চাইব আমাদের খেলাগুলো ঠিকমতো হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।
বিশ্বকাপের পরে প্রথম সিরিজ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে বড় দুটো হার ছিল। কোথায় উন্নতি দেখতে চাইবেন?
আলাদা করে কোনো কিছু করতে চাই না। আমরা সবাই জানি শেষ কিছু দিন ধরে ব্যাটিংটা ভালো হচ্ছে না। শেষ টেস্ট সিরিজটা আমরা ওরকম ভালো করিনি। তবে প্রস্তুতি হিসেব করলে আমরা ভালো একটা প্রস্তুতি নিয়েছি। আমরা যা সুযোগ পেয়েছি ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস আছে যে আমরা এবার ভালো করব, বিশেষ করে ব্যাটিং ইউনিটটার এই বিশ্বাসটা আছে। একটা টেস্ট জেতার জন্য বোলিং ইউনিটেরও দরকার আছে। আমার মনে হয় দল হিসেবে ভালো করার সুযোগ রয়েছে আমাদের।
নিজের ব্যাটিং নিয়ে আপনার ভাবনাটা কী? কোনো মানসিকতায় পরিবর্তন এনেছেন কি না?
ব্যাটার হিসেবে সবসময় চিন্তা থাকে কীভাবে স্কিলটার উন্নতি করা যায়। প্রস্তুতি যখন নিয়েছি, তখন যে যে জায়গায় অভাব ছিল সেখানে কতোটুকু উন্নতি করা যায় সেটা নিয়ে কাজ করেছি। আশা করছি ম্যাচে এটা আমার কাজে দেবে।
সাকিব আপনার মূল খেলোয়াড়। তবে আপনাদের সরকার পরিবর্তনের পর থেকে তিনি ভিন্ন কারণে আলোচনায় আছেন। আপনি কি তাকে নিয়ে একটু চিন্তিত, যে তার এই পরিস্থিতিটা তার পারফর্ম্যান্সে প্রভাব ফেলবে? যেহেতু তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন?
আমার তা মনে হয় না। কারণ তিনি একজন পেশাদার ক্রিকেটার। সত্যি বলতে আমরা তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখি সবসময়। তিনি এই খেলাটা অনেক দিন ধরেই খেলছেন, তো তিনি তার ভূমিকা সম্পর্কে জানেন, তিনি জানেন নিজেকে কী করে প্রস্তুত করতে হয়। তো তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আমি ভাবছি না। আমি মনে করছি তিনি এই সিরিজে স্পেশাল কিছু করবেন।
পিন্ডি স্টেডিয়ামের উইকেট ফাস্ট বোলারদের সাহায্য করে সাধারণত। আপনি কি ৪ পেসার নিয়ে খেলবেন, নাকি ৩ জনের ওপরই ভরসা রাখবেন?
আমি মনে করি শেষ কয়েক বছর ধরে আমাদের পেস ইউনিটটা বেশ ভালো। আমাদের বেশ কিছু বিশ্বমানের স্পিনারও আছে। আমরা সবকিছু নিয়েই প্রস্তুতি রেখেছি। কাল সকালে আমরা মাঠে যাব, উইকেট দেখে তারপর আমরা সিদ্ধান্তটা নেব। আপনি যেমনটা বললেন এখানকার উইকেট পেসারদের সাহায্য করে, আমাদের পেসাররা এই কন্ডিশনে পারফর্ম করতে মুখিয়ে আছে।