পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। তবে পাকিস্তানের মাটিতে সে দুঃস্মৃতি পেছনে ফেলার সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 

কাল রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের এক দিন আগেই অবশ্য পাকিস্তান নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে। 

পাক একাদশে পেস বোলার আছেন চার জন। তার বিপরীতে বিশেষজ্ঞ স্পিনারের উপস্থিতিই নেই। সঙ্গে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উইকেটের চেহারা জানান দিচ্ছে, পেস সহায়ক উইকেটই বাংলাদেশের জন্য তৈরি করেছে স্বাগতিকরা।

ম্যাচের আগের দিন এই উইকেটে কেমন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ, এমন একটা প্রশ্ন ধেয়ে গিয়েছিল অধিনায়ক শান্তর কাছে। তবে তার জবাবে শান্ত জানিয়েছিলেন, পরিস্থিতি বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন।

তবে বাংলাদেশের স্কোয়াডে স্পিনারদের আধিক্য জানান দিচ্ছে, বাংলাদেশ চার পেসারের পথে হাঁটবে না। পেসার হিসেবে থাকবেন তিন জন– শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাহিদ রানা। স্পিনার হিসেবে সাকিব আল হাসান তো আছেনই, সঙ্গে থাকবেন মেহেদি হাসান মিরাজও।

ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়কে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় ২ বছর পর বাংলাদেশের একাদশে ঢুকবেন সাদমান ইসলাম অনিক। তার সঙ্গে ওপেন করবেন জাকির হাসান। 

তিনে আসবেন অধিনায়ক শান্ত। এরপরের জায়গাটা মুমিনুল হকের। পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে আসবেন সাকিব, এরপর লিটন দাস। পরের চারটা জায়গা চার বোলারের জন্য নির্ধারিত। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা। 

সম্পর্কিত খবর