বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুললেন শান্ত
গেল জুলাই থেকে শুরু করে চলতি মাসের শুরু পর্যন্ত বাংলাদেশ বেশ উত্তাল সময় পার করেছে। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে তা বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে, এরপর তা সরকার পতনের আন্দোলন হয়ে তাতে সাফল্যও পেয়েছে।
এই আন্দোলন দেশের মানুষকে কোনো না কোনোভাবে ছুঁয়ে গেছেই। ক্রিকেটাররা নানা সময়ে বিভিন্ন পোস্ট করে পাশে থাকার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছিলেন। সরাসরি কিছু পোস্ট না করলেও আবছা আবছা সব পোস্টে ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীদের পাশে থাকার।
তিনি জানালেন, সে সময়টা কঠিন ছিল তার জন্য। তিনি বলেন, ‘শেষ কিছু দিন আমাদের কঠিন সময় গেছে সবারই। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে, যেটা আমরা কেউই আশা করি না। কিন্তু যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন পড়ে থাকার কোনো উপায় নেই। এখন সামনে তাকাতে হবে। তবে যে পরিস্থিতিটা ছিল, প্রত্যেকটা পরিবারের জন্য কঠিন সময় ছিল, প্রত্যেকটা মানুষের জন্য কঠিন সময় ছিল।’
এখন শান্ত আশায় বুক বেধেছেন নতুন দিনে ভালোভাবে দিন কাটানোর। তার কথা, ‘আশা করছি যে সামনে যে দিন আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। এবং আমরা খেলোয়াড় হিসেবে চাইব আমাদের খেলাগুলো ঠিকমতো হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’