গোল করে সাঈদ-মুগ্ধের প্রতি শ্রদ্ধা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:৪৫ পিএম | ২০ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে অদম্য সাহসিকতা এবং দেশপ্রেমের নজির গড়েছেন আবু সাঈদ ও মীর মুগ্ধ। দেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত এই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন তারা। এজন্য শ্রদ্ধাভরে এখন সবাই সাঈদ ও মুগ্ধ’র নাম স্মরণ করছেন।

বাকি সবার মতো সাঈদ ও মুগ্ধদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুল করলেন না মিরাজুল ইসলাম। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের ফুটবলার। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের ম্যাচে আজ নেপালের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল লাল সবুজের দল।

ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশের যুবারা। ১৬তম মিনিটে গোল করেন মিরাজুল। দলকে লিড এনে দেওয়ার পর সাঈদ ও মুগ্ধদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী উদযাপন করেন ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার। তাকে বাংলাদেশ দলের ডাগআউট থেকে সাদ রঙের একটি টি-শার্ট দেওয়া হয়।

টি-শার্টটি জার্সির ওপর পরেন মিরাজুল। তাতে লিখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে/ মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’

সাধারণত আন্তর্জাতিক ফুটবলে খেলা বহির্ভূত কোনোকিছু প্রদর্শন করা নিয়ম লঙ্ঘনের সামিল। সে হিসেবে এমন কাজ করে শাস্তি পেরে পারেন মিরাজুল। শাস্তি হিসেবে জরিমানা কিংবা নিষেধাজ্ঞা আসতে পারে এই স্ট্রাইকারের বিরুদ্ধে। এছাড়া জরিমানা সতর্কের মধ্যে পড়তে পারে সংশ্লিষ্ট ফেডারেশন।

 

খেলার দুনিয়া | ফলো করুন :