বাংলাদেশের বিশ্বকাপ আমিরাতে
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে। যদিও সাম্প্রতিক পরিস্থিতির কারণে মেয়েদের ছোট সংস্করণের বিশ্বকাপ আয়োজন নিয়ে গত কিছুদিন ধরেই শঙ্কায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ক্ষমতায় আসে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সম্প্রতি সব ধরনের নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তাতে মন গলেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো। সবকিছু বিবেচনায় এবার বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি। আজ এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জনপ্রিয় গণমাধ্যম ক্রিকবাজ।
আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। এই সিদ্ধান্ত নাকি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের দেশে না হলেও মেয়েদের বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকবে বাংলাদেশের নাম।