টস নিয়ে ভাবনা নেই শান্তর

টস নিয়ে ভাবনা নেই শান্তর

রাওয়ালপিন্ডির পেসবান্ধব উইকেট আর ম্যাচের দুই দিন আগেও পাকিস্তানের চার পেসারের একাদশ; এই দুইটা জিনিস নিসন্দেহে খানিকটা ভাবনায় ফেলে দেওয়ারই কথা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে একটা প্রশ্নও উঁকি দিচ্ছে, এই একাদশের বিপক্ষে টস জিতলে বাংলাদেশ ব্যাটারদের আগে পাঠাবে নাকি এমন উইকেটে পেসারদের নিয়ে সুবিধা নেবে?

তবে এমন উইকেটে টস জিতে আগে বোলিং বেছে নেওয়ার ইঙ্গিতই দিলেন নাজমুল হোসেন শান্ত। জানালেন, ‘খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি, ব্যাটিং বোলিং যাই হোক আমাদের খেলোয়াড়রা তৈরি, যেটা গুরুত্বপূর্ণও। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে অতটা ভাবছি না। কারণ, খেলোয়াড় হিসেবে যে কোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

গত বছর কয়েক ধরেই আশাজাগানিয়া পারফর্ম্যান্স টাইগার পেসারদের। তবে একেবারেই হতাশ করছেন ব্যাটারা। সবশেষ টেস্ট সিরিজে ফিল্ডিংয়ে যাচ্ছে তাই ডিসপ্লে দেখিয়েছেন ফিল্ডাররা। জিততে হলে সব ডিপার্টমেন্টেই লাগবে নিখুঁত এক্সিকিউশন। নির্দিষ্ট করে বললে কোন ডিপার্টমেন্টে বাড়তি নজর টাইগারদের?

শান্ত জানালেন, ‘আমরা সবাই জানি শেষ কিছু দিন ধরে ব্যাটিংটা ভালো হচ্ছে না। শেষ টেস্ট সিরিজটা আমরা ওরকম ভালো করিনি। তবে প্রস্তুতি হিসেব করলে আমরা ভালো একটা প্রস্তুতি নিয়েছি। আমরা যা সুযোগ পেয়েছি ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস আছে যে আমরা এবার ভালো করব, বিশেষ করে ব্যাটিং ইউনিটটার এই বিশ্বাসটা আছে। একটা টেস্ট জেতার জন্য বোলিং ইউনিটেরও দরকার আছে। আমার মনে হয় দল হিসেবে ভালো করার সুযোগ রয়েছে আমাদের।’

গত ডিসেম্বরে কিউইদের বিপক্ষে ঢাকা টেস্টে ১৭২ এবং ১৪৪। লঙ্কানদের বিপক্ষে সিলেটে ১৮৮ এবং ১৮২। পরের টেস্টে সাগরিকায় প্রথম ইনিংসে ১৭৮। টানা পাঁচ ইনিংসে দুইশো করতে পারেনি বাংলাদেশ। তার ওপর বিশ্বকাপেও ব্যাটারদের যাচ্ছেতাই ফর্ম। যার কারণে রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে বাংলাদেশের ব্যাটিংই অগ্রীম শঙ্কা জাগানো অস্বাভাবিক কিছু নয়।

সম্পর্কিত খবর