পিএসজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন এমবাপে

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:০৫ এএম | ২১ আগস্ট, ২০২৪

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এক মাস হয়েছে কেবল। তার আগে পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল জুনের শেষে। সেই পিএসজির বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতে চলেছেন সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়। সাড়ে পাঁচ কোটি ইউরো পেতে তিনি দ্বারস্থ হয়েছেন ফরাসি লিগ আঁর লিগাল কমিটির।

পিএসজি ও তাদের প্রধান শেয়ারহোল্ডার কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টসের বিরুদ্ধে এমবাপে অভিযোগ তুলে বসেছেন যে, তার চুক্তির শেষ তিন মাস এপ্রিল, মে, জুন মাসের বেতন এখনো হাতে পাননি তিনি। সে সময় এথিকাল বোনাস নামে একটা বোনাসও পাওনা ছিলেন তিনি, সেটাও পাননি। 

সঙ্গে ২০২২ সালে চুক্তি নবায়নের সময় তাকে সাইনিং বোনাস দেওয়ার কথা ছিল পিএসজির, সেটা ক্লাবটা তাকে দিচ্ছিল ভাগ ভাগ করে, তার তিন ভাগের এক ভাগ এখনও ক্লাবের কাছে পাওনা তিনি। তার পক্ষ থেকে আশা করা হচ্ছিল যে চলতি বছরের ফেব্রুয়ারিতেই এই অর্থ হাতে পেয়ে যাবেন তিনি। কিন্তু তা হয়নি শেষমেশ। 

ফরাসি সংবাদমাধ্যম ল্য মঁদে জানাচ্ছে, এই বিষয়ে একটি অফিসিয়াল নোটিশও এমবাপে দিয়েছেন পিএসজিকে। এই বিষয়টি নিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন ফরাসি পেশাদার লিগের লিগ্যাল কমিটিতেও। সেখান থেকে বিষয়টা উয়েফার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

ফরাসি পেশাদার ফুটবল সংবিধানের ২৫৯ নম্বর অনুচ্ছেদ তুলে ধরেছেন এই চিঠিতে। যেখানে বলা হয়েছে, ‘সাধারণ আইনের শর্ত অনুসারে, চুক্তির অধীনে থাকা খেলোয়াড়দের বেতন ভাতা ক্লাবগুলোকে দিয়ে দিতে হবে সবশেষ মাসের শেষ দিনেই।’  

পিএসজি আবার জানাচ্ছে যে তাদের অর্থনৈতিক কার্যক্রম আইন মেনেই হয়েছে। তবে এমবাপের সঙ্গে তাদের আলাপ চলছে এই বিষয়ে।

খেলার দুনিয়া | ফলো করুন :