ভেজা আউটফিল্ড, টসে হলো দেরি
সবকিছু ঠিকঠাক থাকলে এখন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের টস হয়ে যাওয়ার কথা। তবে তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি। ভেজা আউটফিল্ডের কারণে খেলা অন্তত এক ঘণ্টা পিছিয়ে গেছে।
রাওয়ালপিন্ডিতে রাতভর বৃষ্টি চলেছে। যদিও সকাল নাগাদ বৃষ্টি থেমেছে। তবে রাতে হওয়া বৃষ্টির ফলে মাঠে পানি জমে গেছে। তা নির্ধারিত সময়ের আগে শুকানোও সম্ভব হয়নি।
স্থানীয় সময় সকাল ১০টায় মাঠ পরিদর্শনে গিয়েছিলেন দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো আর আদ্রিয়ান হোল্ডস্টক। তবে তারা গিয়ে ১১টায় আরও একটা পরিদর্শনের সিদ্ধান্ত নেন। তবে এরপরই দিনে প্রথম বারের মতো রোদ হেসেছে বলে জানাচ্ছে ক্রিকইনফো। যার ফলে শিগগিরই খেলা শুরু হওয়ার জোর সম্ভাবনাই দেখা যাচ্ছে।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। নয় দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতার পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে ৮ এ, পাকিস্তান আছে ষষ্ঠ স্থানে।
দ্বিতীয় টেস্টটাও রাওয়ালপিন্ডিতেই হবে। ৩০ আগস্টের এই ম্যাচটা করাচিতে হওয়ার কথা ছিল। কিন্তু স্টেডিয়ামে সংস্কার কাজের জন্য ম্যাচটা সরিয়ে রাওয়ালপিন্ডিতেই নিয়ে আসা হয়েছে।