বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ আসছেন, বিষয়টা অনেকটাই নিশ্চিত ছিল। আজ বিষয়টা আনুষ্ঠানিকতা পেল। ফারুক আহমেদই হলেন বিসিবির নতুন সভাপতি। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি সভায় বিষয়টি নিশ্চিত হয়েছে।
বিসিবির গঠনতন্ত্র মেনেই তিনি বনেছেন সভাপতি। বোর্ডের বর্তমান পরিচালকদের মধ্যেই কেউ একজনকে সভাপতি হতে হতো। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস পরিষদের নির্দেশে পদত্যাগ করেন দিনকয়েক আগে।
তার জায়গাতেই এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে আসেন ফারুক আহমেদ। এরপর বোর্ড সদস্যদের সর্বসম্মতিক্রমে আজ বোর্ড সভায় তিনি বিসিবি সভাপতি হন।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবলায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির গুরুত্বপূর্ণ সভায় বসে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবির গঠনতন্ত্র অনুসারে, বোর্ড সভার জন্য নিদেনপক্ষে ৯ জনের কোরাম চাই। আজ এই বোর্ড সভায় হাজির ছিলেন কাজী ইনাম, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন ও সালাউদ্দিন চৌধুরী। তাদের উপস্থিতিতেই আজ বোর্ড সভাপতি নির্বাচিত হন ফারুক।