ভেস্তে গেল বাংলাদেশ-পাকিস্তান টেস্টের প্রথম সেশন

ভেস্তে গেল বাংলাদেশ-পাকিস্তান টেস্টের প্রথম সেশন

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ১১টায়) মাঠ পরিদর্শনে যান বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আদ্রিয়ান হোল্ডস্টক। তবে মাঠ তখনও ভেজা থাকায় এক ঘণ্টা পরও আবারও মাঠ পরিদর্শনের সেশন ডাকেন তারা। পরে সেই সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি। এতেই টসের আগেই ভেস্তে গেল দিনের প্রথম সেশন। 

মধ্যাহ্ন বিরতি শেষে স্থানীয় সময় দুপুর ১২টায় ফের মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। সম্ভাব্য তখনই জানা যাবে টস এবং ম্যাচ শুরু সময়।

রাওয়ালপিন্ডিতে আপাতত কোনো বৃষ্টি নেই। তবে মাঠ শুকানোর কাজ এখনো চলমান।

এদিকে রাওয়ালপিন্ডিতে গত রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি কিছুটা ছিল সকালের দিকেও। এতেই দীর্ঘ সময় পর বৃষ্টি থামায় আউটফিল্ড শুকানোর কাজে লাগছে বাড়তি সময়।

সম্পর্কিত খবর