বিসিবি পরিচালক হলেন নাজমুল আবেদীন ফাহিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় এক পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছে। সদ্য সাবেক হয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। তার আগে বিসিবির পরিচালক হয়েছেন খ্যাতিমান কোচ ও ক্রীড়া বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।
আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বসেছিল বিসিবির জরুরি সভা। সেখানেই পদত্যাগের ঘোষণা দেন পাপন। পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার আগেই সেখানে হাজির ছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।
দুজনে বিসিবির পরিচালক হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে। এর আগে বিসিবিতে এই দুই পদে ছিলেন জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। জালাল দিনদুয়েক আগেই পদত্যাগ করেছিলেন, তবে ববি পদত্যাগ করেছেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বোর্ড সভায় নিদেনপক্ষে ৯ জন পরিচালক উপস্থিত থাকতে হয়। আজ বিসিবির এই সভায় হাজির ছিলেন মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ, কাজী ইনাম, সাইফুল আলম স্বপন, ইফতেখার মিঠু, সালাউদ্দিন চৌধুরী, ও ফাহিম সিনহা।