টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তানকে

টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তানকে

রাওয়ালপিন্ডিতে আজ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ মুখোমুখি হয়েছে পাকিস্তানের। এই ম্যাচে টস জিতেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিন্ডির গ্রিনটপ উইকেটে তিনি নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। 

ম্যাচটা আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল। তবে রাতভর বৃষ্টির কারণে আউটফিল্ড ছিল ভেজা। যে কারণে প্রথম সেশনটাতে আর খেলাই হয়নি। 

খেলা শুরু হচ্ছে দ্বিতীয় সেশন থেকে। তবে এখানেও পুরোটা সময় পাচ্ছে না দুই দল। আজকের দিনে সর্বোচ্চ খেলা হবে ৪৮ ওভার। 

রাওয়ালপিন্ডির সবুজ উইকেট পেসারদের সাহায্য করবে। তাই শুরুর দিনে যে কোনো দলই টস জিতলে বোলিং করবে। আজ বাংলাদেশও তাই করল।

টস জিতলেন অধিনায়ক শান্ত। মেঘলা আকাশের নিচে তিনি বল তুলে দিয়েছেন পেসারদের হাতে। 

সম্পর্কিত খবর