২৮ মাস পর দলে ফিরলেন সাদমান, একাদশে ৩ পেসার

২৮ মাস পর দলে ফিরলেন সাদমান, একাদশে ৩ পেসার

সবশেষ টেস্টটা সাদমান ইসলাম খেলেছিলেন আরও ২৮ মাস আগে। প্রায় আড়াই বছর অপেক্ষার পর আবারও তিনি মাঠে নামলেন বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে। পাকিস্তানের বিপক্ষে আজ রাওয়ালপিন্ডিতে একাদশে আছেন তিনি। 

বিষয়টা মাহমুদুল হাসান জয়ের চোটের সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায়। কুঁচকির চোটের কারণে তিনি বাদ পড়েন স্কোয়াড থেকে। ব্যাকআপ ওপেনার হিসেবে থাকা সাদমানের কপাল খুলে যায় তাতে।

আজকের ম্যাচ দিয়ে ২ বছর ৪ মাস পর তিনি একাদশে ফিরলেন। ২০২২ সালের ৪ এপ্রিল তিনি সবশেষ বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ২৮ মাস অপেক্ষার পর আজ তিনি মাঠে নামলেন আবার।

এদিকে বাংলাদেশের একাদশে আছে তিন পেসার। ছন্দে থাকা শরিফুল ইসলামের নেতৃত্বে পেস বিভাগ সামলাবেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদিকে স্পিন বিভাগ সামলাবেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ।

বাংলাদেশ একাদশ: 
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

পাকিস্তান একাদশ:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি।

সম্পর্কিত খবর