শরিফুল-হাসানের পেসে শুরুতেই দিশেহারা পাকিস্তানের ব্যাটাররা
শুরুতেই পাঁচ পেসার নিয়ে দল ঘোষণা করেছিল পাকিস্তান। তখনই কিছুটা আঁচ পাওয়া গেছিল যে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পেস আক্রমণকেই প্রাধান্য দেবে স্বাগতিকরা। তবে এবার সেই পেস জুজুতে উল্টো পাকিস্তানকেই ভোগানো শুরু করলেন শরিফুল-হাসানরা। রাওয়ালপিন্ডিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ১৬ রানের মধ্যেই স্বাগতিকদের টপ-অর্ডারদের তিন ব্যাটারকে সাজঘরের রাস্তা মাপাল বাংলাদেশি পেসাররা।
দলীয় ৩ রানের মাথায় শুরুতে ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। পরে দুই রানের ব্যবধানে অধিনায়ক শান মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজমের উইকেট তোলেন শরিফুল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে ৩ উইকেটে ২৩ রান তুলেছে পাকিস্তান। ২২ গজে চাপ সামলাতে এই মুহূর্তে ব্যাট করেছেন সৌদ শাকিল ও সাইম আইয়ুব।
বিস্তারিত আসছে...