সইয়ের ক্ষমতা হারালেন মল্লিক, ফারুকের পারফেক্ট ফিনিশিং!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তে নাজমুল হাসান পাপন যুগ শেষ।
যুগই তো বটে। সেই ২০১২ সাল থেকে তিনি চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন। ২০২৪ এর ২১ আগস্ট থেকে সেই হিসেব বদলে গেছে। নাজমুলের বদলে বিসিবির বস্ হয়ে এসেছেন ফারুক আহমেদ।
– কোন ফারুক আহমেদ? যিনি একসময় নাজমুলের বোর্ডে প্রধান নির্বাচক ছিলেন। সেই দায়িত্ব পালনের সময়ে যথাযথ স্বাধীনতা এবং সম্মান না পাওয়ায় ফারুক ২০১৬ সালে পদত্যাগও করেছিলেন। মূলত সেই সময় ফারুক যেন পদত্যাগ করতে বাধ্য হন, এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড।
কি আশ্চর্য! সময়ের প্রেক্ষিতে সেই নাজমুল হাসান পাপন এখন বিসিবির পদত্যাগী সভাপতি এবং তার চেয়ারে আসীন হলেন ফারুক আহমেদ।
সময় আসলে অনেককিছু বদলে দেয়। আরেকটি বড় বদল এসেছেন বিসিবিতে বুধবারের জরুরি সভায়। এতদিন বিসিবির যে কোনো আয়-ব্যয় বা চেকে সইয়ের বড় দায়িত্বের একটা অংশ নিজের হাতে রেখেছিলেন পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর মল্লিকও তার বস নাজমুল হাসান পাপনের মতো নিখোঁজ। নাজমুলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিতি পাওয়া মল্লিক বিসিবিতে অলিখিত ভাবে দ্বিতীয় বস্ হয়ে বসেছিলেন। তিনি বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন। মার্কেটিং কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেই সঙ্গে বিপিএল গভর্নি কাউন্সিলের সচিবের দায়িত্বও নিজের কাছে রেখেছিলেন।
বুধবারের সভায় বোর্ড পরিচালকদের সম্মতিতে মল্লিককে বিসিবির চেকে সইয়ের ক্ষমতা ও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চেকে সইয়ের এই দায়িত্ব এখন থেকে পালন করবেন ফাহিম সিনহা।
বুধবারের বিসিবির জরুরি সভায় মাত্র আটজন পরিচালক যোগ দেন। বাকি ১৬ জন পরিচালক অনুপস্থিত ছিলেন।
নতুন সভাপতি ফারুক আহমেদের জাতীয় দলে অভিষেক হয়েছিল ১৯৮৮ সালের অক্টোবরে। ১৯৯৪ সালে তিনি জাতীয় দলের অধিনায়ক হন। ১৯৯৯ সালের বিশ্বকাপে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ফারুক। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষে তিনি বিসিবিতে প্রধান নির্বাচক পদে যোগ দেন ২০০৩ সালে। সেই দফায় তিনি ২০০৭ সাল পর্যন্ত এই পদে ছিলেন। তারপর প্রধান নির্বাচক হিসেবে নাজমুল হাসান পাপনের বোর্ডে তিনি দায়িত্ব পান ২০১৩ সালে। কিন্তু কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতির সঙ্গে বিভিন্ন দ্বন্দ্বের কারণে ২০১৬ সালে ফারুক এই দায়িত্ব ছেড়ে দেন।
আর সেই দায়িত্ব ছাড়ার আট বছরের মধ্যে এখন তিনি বিসিবির সভাপতি। যে চেয়ারে তার আগে বসেছিলেন নাজমুল হাসান পাপন!
একেই বলে পারফেক্ট ফিনিশিং!