চাকরি হারাচ্ছেন কোচ হাথুরুসিংহে!
সরকার পতনের ‘রিপল ইফেক্ট’ তার কাছ পর্যন্ত চলে আসবে, কোচ চন্ডিকা হাথুরুসিংহে কি এতটা ভাবতে পেরেছিলেন? অবস্থাদৃষ্টে একেই তো মনে হচ্ছে তার নিয়তি! লঙ্কান এই কোচের সবচেয়ে বড় দুই সমালোচক এখন বোর্ডে চলে এসেছেন, যার একজন আবার বোর্ড সভাপতি। বিসিবি প্রধানের দায়িত্ব নিয়ে ফারুক আহমেদ ইঙ্গিত দিলেন হাথুরুকে বরখাস্ত করার দিকেই।
এই তো মাসখানেক আগের কথা। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক বলেছিলেন হাথুরুকে বরখাস্ত করার কথা। তিনি সে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কোনো যৌক্তিকতা নেই হাথুরুকে রাখার। এখনই কোচ খোঁজা উচিত। টি২০ বিশ্বকাপে তার যে ভূমিকা ছিল, তাতেই বাদ দেওয়া উচিত।’
এক মাস পর সেই ফারুক আহমেদ বিসিবি প্রধানের ভূমিকায়। এবার তাকে হাথুরু বিষয়ক প্রশ্নের মুখে পড়তে হলো। জবাবে তিনি বললেন, ‘হাথুরুকে নিয়ে আগে আমার যেমন মনোভাব ছিল, এখনও তাই আছে।’
তার মানে দাঁড়াচ্ছে মাসখানেক আগের ওই সাক্ষাৎকারেরই মতো করে তিনি তার কার্যক্রম সাজাবেন। হাথুরুকে বাদ দেবেন!
সেটা তিনি পরিষ্কার করলেন পরের কথায়। বললেন, ‘এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি, আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।’
সেটা করতে হলে বিসিবিকে অবশ্য লোকসান গুনতে হবে। সে অঙ্কটাও নেহায়েত কম নয়। ফারুক জানালেন, ‘বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহেকে বিদায় করতে আগামী ৫ মাসের বেতন-ভাতা দিতে হবে। যা ২ কোটি টাকার বেশি।’
ফলে বিসিবিতে হাথুরু-অধ্যায় শেষ বলেই ধরে নেওয়া যাচ্ছে। এখন দেখার বিষয়, তার ‘শাসনামল’ আনুষ্ঠানিকভাবে কবে শেষ হয়!