বাংলাদেশের আঘাতের পর পাকিস্তানের প্রতিরোধ
১৬ রানেই নেই তিন উইকেট। শরিফুল-হাসানদের পেস তোপে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের শুরুর ঠিক ৫০ বলের মাথায় পাকিস্তানের স্কোরবোর্ডের অবস্থা ছিল এমনই বেহাল। শঙ্কা জেগেছিল প্রথম দিনেই হয়তো স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে যাবে। তবে সেখানে ঢাল হয়ে দাঁড়ালেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে চা বিরতিতে যাওয়ার আগেই গড়লেন অপরাজিত ৬৫ রানের জুটিতে।
সাইম-শাকিলের ব্যাটিং দৃঢ়তা শুরুর সেই চাপ অনেকটাই সামলে নিয়েছে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ ওভার শেষে ৩ উইকেটে ৮১ রান তুলেছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে আগের রাতে শুরু হওয়া বৃষ্টি সকালেই থেমে গেলেও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হয় চার ঘণ্টা দেরীতে। সেখানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সেখানে শুরুতেই বাংলাদেশি পেসারদের পেসে নাজেহাল হয়ে পরে পাকিস্তানের ব্যাটাররা। দলীয় ৩ রানের মাথায় ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। পরে সপ্তম ওভারে শরিফুলের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক শান মাসুদ। দলীয় সংগ্রহ তখন স্রেফ ১৪ রান। নিজের পরের ওভারে এবার বাবর আজমকেও একই পথে দেখিয়ে দেন শরিফুল।
পরে চাপ সামলে থিতু হওয়ার পথেই এগোচ্ছেন সাইম ও শাকিল। এতে সেশনের বাকি অংশে আর কোনো বিপত্তিতে পড়তে হয়নি স্বাগতিকদের।