শরিফুলের স্বপ্নপূরণে শুরু, শাকিলের রেকর্ডে শেষ
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে শরিফুল ইসলাম বলেছিলেন, সিরিজে বাবর আজম তার স্বপ্নের উইকেট। এবং সেই স্বপ্ন পূরণে মোটেও দেরী করলেন এই বাঁহাতি পেসার। ইনিংসের নবম ওভারে ব্যক্তিগত রানের খাতা না খোলার আগেই বাবর সাজঘরে পাঠান শরিফুল। তখন পাকিস্তানের স্কোরবোর্ডে স্রেফ ১৬ রানে ৩ উইকেট। নিজের আগের ওভারে অধিনায়ক শান মাসুদকে ফিরিয়েছিলেন শরিফুল। এরই মধ্যে রাওয়ালপিন্ডিতে কেবল শরিফুলের নয়, স্বপ্নের মতো শুরুটা হয়েছিল বাংলাদেশেরও।
শুরুতেই পাকিস্তানি টপ-অর্ডারদের এমন বিধ্বস্ত অবস্থায় শঙ্কা জেগেছিল প্রথম দিনেই গুটিয়ে যাওয়ার। তবে এমনটা হলো না মোটেও। এমনকি সাইম আইয়ুব ও সৌদ শাকিলের ব্যাটিং নৈপুণ্যে চাপ সামলে দিন শেষে দলকে এনে দিল ভালো অবস্থান। প্রথম দিনের খেলা শেষে ৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে পাকিস্তান।
হাসান মাহমুদের দ্বিতীয় উইকেটের শিকার হয়ে ৫৬ রান করে ফিরেছেন সাইম। তবে শাকিল অপরাজিত আছেন রানে। অপরাজিত এই ইনিংসের মধ্যে দিয়ে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটার। ১১ টেস্টের ২০ ইনিংসেই ছুঁয়েছেন হাজার রানের মাইলফলক। যা যৌথভাবে কোনো পাকিস্তানি ব্যাটারের টেস্টে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড। এর আগে ১৯৫৯ সালে ১১ ম্যাচের ২০ ইনিংসে ১ হাজার পূর্ণ করেছিলেন সাঈদ আহমেদ। ৬৫ বছর পর এবার সেই কীর্তিতে ভাগ বসালেন শাকিল।
এতেই রাওয়ালপিন্ডি টেস্টের সমানে-সমান লড়াইয়ের প্রথম দিন শেষে এই লাইনটাই বলা যায়, শরিফুলের স্বপ্নপূরণ দিয়ে শুরু, শাকিলের রেকর্ড দিয়ে শেষ।
এদিকে রাওয়ালপিন্ডিতে আগের রাতে শুরু হওয়া বৃষ্টি সকালেই থেমে গেলেও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হয় চার ঘণ্টা দেরীতে। সেখানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে শুরুতেই বাংলাদেশি পেসারদের পেসে নাজেহাল হয়ে পরে পাকিস্তানের ব্যাটাররা। দলীয় ৩ রানের মাথায় ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। পরে সপ্তম ওভারে শরিফুলের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক শান মাসুদ। দলীয় সংগ্রহ তখন স্রেফ ১৪ রান। নিজের পরের ওভারে এবার বাবর আজমকেও একই পথে দেখিয়ে দেন শরিফুল।
পরে চতুর্থ উইকেটে সাইম ও শাকিলের ৯৮ রানের সময় উপযোগী জুটিতে সেই চাপ অনেকটাই সামলে নেয় স্বাগতিকরা। সেখানে ৫৬ রান করে ফেরেন সাইম। তবে দিনের শেষ পর্যন্ত নিজের উইকেট টিকিয়ে রেখেছেন শাকিল। অপরাজিত আছেন রানে ৫৭। এছাড়া রিজওয়ান আহমেদ অপরাজিত আছেন ২৪ রানে
বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও হাসান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড: (প্রথম দিন শেষে)
পাকিস্তান, ১ম ইনিংস*: ১৫৮/৪(৪১ ওভার) (শাকিল ৫৭*, সাইম ৫৬; শরিফুল ২/৩০, হাসান ২/৩৩)