দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি বাতিল
ক্রীড়াঙ্গনে এখন পরিবর্তনের হাওয়া। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর পরিকল্পনা শুরু হয়েছে। তার অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদেও বুধবার এসেছে পরিবর্তন। নাজমুল হাসান পাপন এক যুগ পর জায়গা ছেড়েছেন। বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ।
একইদিনে দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে স্থানীয় গুরুত্বপূর্ণ ও নামী ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করতে হবে। ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে সেই চিঠিতে। উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। জেলা প্রশাসক গঠন করেন জেলা ক্রীড়া সংস্থা।
জানা গেছে বিসিবির মতো অন্য ফেডারেশনগুলোতেও সামনে পরিবর্তন আসবে।