ইউটিউবে এসেই ইতিহাস গড়লেন রোনালদো

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৫৬ এএম | ২২ আগস্ট, ২০২৪

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা একজন খেলোয়াড়। সেই তাকে নিয়ে তাই ভক্ত সমর্থকদের আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের সব জায়গায় তাকে অনুসরণ করা মানুষের অভাব নেই। 

সেই তিনি যখন ইউটিউবে পা রাখবেন, সেখানেও ভক্তসমর্থকরা হুমড়ি খেয়ে পড়বেন, তাই স্বাভাবিক। হলোও তাই। তিনি ইউটিউব চ্যানেল খুলেছেন, এ ঘোষণাটা তিনি দিয়েছেন গতকাল বিকেলের দিকে। এক মাসও হয়নি চ্যানেলের বয়স, তাতেই তার চ্যানেল পেয়ে গেছে ১ কোটি ৩২ লাখ সাবস্ক্রাইবার। 

ফোর্বস জানিয়েছে, দ্রুততম সময়ে ১০ লাখ সাবস্ক্রাইবার পাওয়ার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ৫০ লাখ সাবস্ক্রাইবার তিনি পেয়ে গেছেন ৪ ঘণ্টা না পেরোতেই। আজ সকাল নাগাদ এই সংখ্যাটা ছিল ১ কোটি ৩২ লাখ। যার ফলে কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবের পক্ষ থেকে গোল্ডেন বাটন পেয়ে গেছেন রোনালদো। 

এই চ্যানেলে রোনালদো নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করবেন। সঙ্গে থাকবে পরিবার, পুষ্টি, প্রস্তুতি, ইনজুরি পুনর্বাসন, ভ্রমণ ইত্যাদি বিষয়ের কথাও। অন্তত এখন পর্যন্ত প্রকাশ করা ৩ ভিডিওতে তারই আঁচ মিলছে।

খেলার দুনিয়া | ফলো করুন :