বন্যা পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান তাওহীদ হৃদয়ের
দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আরও। নোয়াখালী, ফেনী, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা সহ আরও অনেক জায়গায় পানিবন্দি হয়ে আছেন লাখো মানুষ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার তাওহীদ হৃদয় সবাইকে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তবে শুরুতে নিজেকে নিয়ে খানিকটা আফসোসও তিনি প্রকাশ করেছেন, সরাসরি কাজ করতে পারছেন না বলে। তিনি বলেন, ‘কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দূর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট??’
সবাইকে বন্যার্তদের পাশে এসে দাঁড়ানোর আকুতি জানান তিনি। বলেন, ‘তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’
তিনি আরও বলেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবার ও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। দূর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’