বাংলাদেশের হতাশার সেশন, চালকের আসনে পাকিস্তান

বাংলাদেশের হতাশার সেশন, চালকের আসনে পাকিস্তান

দুই দিনের শুরুটাতে কত পার্থক্য! আগের দিনের শুরুর দশ ওভারেই পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে যা হলো, তাতে হতাশাই হতে হয়েছে বাংলাদেশকে।

এই সেশনে কোনো উইকেট খোয়ায়নি পাকিস্তান। ৩৯ ওভারে ৯৮ রান যোগ করেছে দলটা। তাতে পাকিস্তান এই সেশনেই চালকের আসনে চলে আসি আসি করছে এই টেস্টের।

আগের দিন অপরাজিত থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল তাদের দারুণ দুই শুরুকে সেঞ্চুরিতে রূপ দিতে চলেছেন। দুজন যথাক্রমে ৮৬ ও ৮৯ রানে অপরাজিত আছেন। দুজনের এই জুটি একসাথে ১৪২ রানের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি গড়েছে।

আগের দিন মুভমেন্ট ছিল শুরুর দিকে। তবে আজকের দিন সকালে তা ছিল না মোটেও। উইকেট ব্যাটারদের জন্য সহজই ছিল বেশ। যার ফলে বাংলাদেশের কাজ কঠিন হয়ে গেছে বহু গুণে। আর রিজওয়ান-শাকিলরা রান তুলতে থাকেন অনায়াসে।

সম্পর্কিত খবর