এবার বসুন্ধরার সামনে ইস্ট বেঙ্গল
শেষ কয়েক বছরে বসুন্ধরা কিংসের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ভারতের দল মোহনবাগান। তাদের বিপক্ষে রেকর্ডটা মোটেও ভালো ছিল না বসুন্ধরার। সেই দলটা এবার খেলছে এএফসি চ্যালেঞ্জ লিগে। সেখানে দলটা মুখোমুখি হবে ভারতের দল ইস্ট বেঙ্গলের।
এই প্রতিযোগিতার ড্র আজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা তাদের অবস্থান ও প্রতিপক্ষ জানতে পারে। বসুন্ধরা গেছে ‘এ’ গ্রুপে। সেখানে ইস্ট বেঙ্গল ছাড়াও তাদের প্রতিপক্ষ লেবাননের নেজাম শাহ ও ভুটানের দল পারো এফসি।
চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের চ্যাম্পিয়নরা থাকবে পশ্চিম জোনে। এখানে ৩ গ্রুপে ১২ দল খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, সঙ্গে সেরা রানার্স আপ খেলবে পরের রাউন্ডে।
আগামী ২৬ অক্টোবর শুরু হবে এই প্রতিযোগিতার লড়াই। তা চলবে ২ নভেম্বর পর্যন্ত। এ গ্রুপের সব খেলা অনুষ্ঠিত হবে ভুটানের চাংলিমিথাংয়ে। স্বাগতিক হিসেবে প্রতিযোগিতায় খেলবে ভুটানের পারো এফসি।