শাকিল-রিজওয়ানের বড় জুটি ভেঙে চা বিরতিতে শান্তরা

শাকিল-রিজওয়ানের বড় জুটি ভেঙে চা বিরতিতে শান্তরা

রাওয়ালপিন্ডিতে গতকাল (বুধবার) টেস্টের প্রথম দিনেই শুরুতেই স্বাগতিকদের টপ-অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন শরিফুল-হাসানরা। স্কোরবোর্ডে তখন ছিল স্রেফ ১৬ রান। সাজঘরে আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজমের মতো তারকারা। এতেই সম্ভাবনা জেগেছিল দ্রুতই পাকিস্তানের প্রথম ইনিংস শেষের। তবে চতুর্থ উইকেটে সাইম আইয়ুব ও সৌদ শাকিলের ৯৮ রানের জুটিতে শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে নেয় স্বাগতিকরা।

পরে দ্বিতীয় দিনের শুরু থেকেই শাকিল ও রিজওয়ান মিলে সংগ্রহ এগিয়ে নিতে থাকে বিশালের দিকে। প্রথম সেশনে তো উইকেটই পায়নি বাংলাদেশ। তবে চা বিরতিতে যাওয়ার আগে দলীয় ৩৫৪ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে ফেরেন লাল বলের ক্রিকেটে স্রেফ ২০ ইনিংসেই তৃতীয় সেঞ্চুরি তোলা শাকিল। ২৬১ বলে তিনি করেন ১৪১ রান। এতে ভাঙে পঞ্চম উইকেটে শাকিল ও রিজওয়ানের ২৪০ রানের বিশাল জুটি।

এদিকে দিনের দ্বিতীয় সেশন শেষে ৯৮ ওভারে ৫ উইকেটে ৩৬৭ রান তুলেছে পাকিস্তান। রিজওয়ান অপরাজিত আছেন ১৩৪ রানে। ২২ গজের নতুন ব্যাটার সালমান আলী আঘা ব্যাট করছেন ৭ রানে।

এর আগে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করেছিল পাকিস্তান। পরে আজকে দুই সেশন মিলিয়ে ৫৭ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ২০৯ রান যোগ করেছে স্বাগতিকরা। হারিয়েছে কেবল এক উইকেট। 

 

সম্পর্কিত খবর