দেশে বিশ্বকাপ না হওয়ায় হতাশ জ্যোতিরা: হাবিবুল
দেশের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি সরিয়ে নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরটি বসবে সংযুক্ত আরব আমিরাতে। এতে ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় কিছুটা হতাশই হয়েছেন জ্যোতি-নাহিদারা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার। তবে এই হতাশা প্রভাব পড়েনি প্রস্তুতিতে।
প্রস্তুতিতে প্রভাব পড়ার বিষয়টি এসে যায় স্বাভাবিকভাবেই। কেননা দেশীয় কন্ডিশনের ভিত্তিতেই অনুশীলন করছিলেন নারী দলের ক্রিকেটাররা। তবে বাংলাদেশ থেকে আসর সরে গেলেও প্রস্তুতিতে তেমন একটা ঘাটতি হচ্ছে না বলে জানান হাবিবুল। সেই প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘প্রস্তুতির ক্ষতি খুব একটা হচ্ছে না। আমরা বিশ্বকাপকে ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মেয়েদের ওয়ান টু ওয়ান অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।’
তবে স্বাভাবিকভাবেই ঘরের মাঠের চেনা কন্ডিশনকে দল মিস করবে। ‘বিশ্বকাপ না হওয়ায় (বাংলাদেশে) যেটা হলো, সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা। মেয়েদের অনেকেরই সে স্বপ্ন ছিল। এ জন্য ওরা একটু হতাশ। আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব।’
এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে বাংলাদেশ নারী এ দল হিসেবে শ্রীলঙ্কা সফরে যাবে জ্যোতিরা। সেখানে তারা দুটি ওয়ানডে ছাড়াও খেলবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সফরের আগে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ২৪ আগস্ট থেকে শুরু হবে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ।