৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করল পাকিস্তান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৫৪ পিএম | ২২ আগস্ট, ২০২৪

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিনের শুরু থেকেই সাবলীলভাবে ব্যাট করতে থাকেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। প্রথম সেশনে তাদের ভরেই চালকের অবস্থানে থাকে পাকিস্তান। পরে চা বিরতিতে তাদের নান্দনিক এই জুটি শেষ পর্যন্ত থামে ২৪০ রানে। সেখানে ১৪১ রানে শাকিল ফিরলেও দেড়শ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন রিজওয়ান। তবে ১১৩তম ওভার শেষে ড্রেসিংরুম ইনিংস ঘোষণার ইশারা দিলেন অধিনায়ক শান মাসুদ। ততক্ষণে অবশ্য রান পাহাড় দাঁড় করিয়ে ফেলেছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ইনিংস ঘোষণা আগে ১১৩ ওভারে ৬ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৪৪৮ রান। সেখানে ক্যারিয়ার সেরা ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

এটি ছিল টেস্ট ক্যারিয়ারে মোহাম্মদ রিজওয়ানের তৃতীয় সেঞ্চুরি। এর আগে সর্বোচ্চ ১১৫ রান করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেই ইনিংসেও ছিলেন অপরাজিত। এবার বাংলাদেশের বিপক্ষেও খেললেন ১১ চার ও ৩ ছক্কায় ২৩৯ বলে ১৭১ রানের দারুণ এই অপরাজিত ইনিংস।

এর আগে চা বিরতিতে যাওয়ার আগে ৯৮ ওভারে ৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৬৭ রান। পরে তৃতীয় সেশনে ওয়ানডে মেজাজে ১৫ ওভারে ৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতেই বোঝা যায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দিনের শেষদিকে ইনিংস ঘোষণা করতেই দ্রুত রান তুলছিলেন রিজওয়ানরা।

স্বাগতিকদের বড় এই সংগ্রহে বড় অবদান আছে শাকিলেরও। শুরুর ব্যাটিং চাপ সামলে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ১৪১ রান এসেছে তার ব্যাটেই। এছাড়া সাইম আইয়ুব করেছেন ৫৬ রান।

এদিকে বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও হাসান। একটি করে নিয়েছেন মিরাজ ও সাকিব।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
পাকিস্তান, ১ম ইনিংস: ৪৪৮/৬ডি. (১১৩ ওভার) (রিজওয়ান ১৭১*, শাকিল ১৪১, সাইম ৫৬; শরিফুল ২/৭৭, হাসান ২/৭০)

খেলার দুনিয়া | ফলো করুন :