দ্বিতীয় দিন শেষে ৪২১ রানে পিছিয়ে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৫৩ পিএম | ২২ আগস্ট, ২০২৪

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনের মাঝামাঝি অবস্থানে এসে নিজেদের প্রথম ইনিংসে ঘোষণা করে দেয় পাকিস্তান। রিজওয়ান-শাকিলের জোড়া শতকে ১১৩ ওভারে ৬ উইকেটে ৪৪৮ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। পরে নিজেদের প্রথম ইনিংসে দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানের সাবধানী শুরুতে কোনো বিপত্তি ছাড়ায় দিন শেষ করল বাংলাদেশ। ১২ ওভারে বিনা উইকেটে তাদের সংগ্রহ ২৭ রান।

এতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে ৪২১ রানে পিছিয়ে থেকে নামবে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে দ্বিতীয় দিন শেষে সাদমান ১২ রানে এবং জাকির অপরাজিত আছেন ১১ রানে।

এর আগে দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণার আগে ৮২ ওভারেই খেলা ছিল স্বাগতিকদের দখলে। সেখানে তারা স্রেফ হারিয়েছে সৌদ শাকিল ও সালমান আলী আঘার উইকেট। তবে দলীয় খাতায় যোগ করেছে ২৯০ রান।

যার মধ্যে সিংগভাগ অবদানই অবশ্য শাকিল ও রিজওয়ানের। পঞ্চম উইকেটে তাদের জুটি থেকেই আসে ২৪০ রান। সেখানে দলীয় ৩৫৪ রানের মাথায় মিরাজের বলে ফেরেন শাকিল। তিনি করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৪১ রান।

তবে দেড়শ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন রিজওয়ান। যা শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি ইনিংস ঘোষণা করে দেওয়ায়। রিজওয়ান অপরাজিত থাকেন ১৭১ রানে। শাকিলের মতো এটি ছিল টেস্ট ক্যারিয়ারে মোহাম্মদ রিজওয়ানেরও তৃতীয় সেঞ্চুরি। এর আগে সর্বোচ্চ ১১৫ রান করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেই ইনিংসেও ছিলেন অপরাজিত। এবার বাংলাদেশের বিপক্ষেও খেললেন ১১ চার ও ৩ ছক্কায় ২৩৯ বলে ১৭১ রানের দারুণ এই অপরাজিত ইনিংস। এছাড়া সাইম আইয়ুব করেন ৫৬ রান। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও হাসান, একটি করে নিয়েছেন মিরাজ ও সাকিব। 

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি বাঁধা দিয়েই বুধবার শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনে খেলা হয়েছিল স্রেফ ৪১ ওভারের। তবে দ্বিতীয় দিনে বাঁধা হানেনি বৃষ্টি। দুই দল মিলে সেখানে খেলেছে মোট ৯৩ ওভার। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

পাকিস্তান, ১ম ইনিংস: ৪৪৮/৬ডি. (১১৩ ওভার) (রিজওয়ান ১৭১*, শাকিল ১৪১, সাইম ৫৬; শরিফুল ২/৭৭, হাসান ২/৭০)

বাংলাদেশ, ১ম ইনিংস*: ২৭/০ (১২ ওভার) (সাদমান ১২*, জাকির ১১*)

 

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :