সাইফ-জাকেরের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ এ দল 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৪৭ পিএম | ২২ আগস্ট, ২০২৪

ইসলামাবাদে পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশ এ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দুই দিনের খেলা ভেস্তে গেছে বৃষ্টিতে। তবে তৃতীয় দিনের নির্ধারিত পুরো সময়েই গড়িয়েছে খেলা। সেখানে সাইফ হাসান ও জাকের আলীর সেঞ্চুরিতে দিন শেষে ৯৮ ওভারে ৬ উইকেটে ৩৪৬ রান তুলেছে এনামুল হক বিজয়ের দল। 

তিনে নেমে ১৬৫ বলে ১১১ রান করেছেন সাইফ হাসান। তবে আরেক সেঞ্চুরিয়ান জাকের আছেন এখনো অপরাজিত। তিনি ২২৪ বলে ব্যাট করছেন ১৩৬ রানে। 

ইসলামাবাদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ এ দল। দলীয় সংগ্রহ ১৯ রানের মধ্যেই সাজঘরে পাড়ি জমান দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। তবে তৃতীয় উইকেটে শাহাদত হোসেন দিপুকে নিয়ে সাইফের জুটি কিছুটা চাপ সামলে নেওয়ার আশা জাগায়। 

তবে তিন রানের ব্যবধানে সাজঘরে ফেরেন দিপু ও তাওহীদ হৃদয়। দিপু ২৩ রান করলেও হৃদয় খুলতে পারেননি ব্যক্তিগত রানের খাতা। এতে ৭৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। 

সেই ব্যাটিং ধস সামলে দিন শেষে দলকে শক্ত অবস্থানে আনেন সাইফ ও জাকের। পঞ্চম উইকেটে তাদের জুটিতে আসে ১৩১ রান। সেখানে সেঞ্চুরি পেরিয়ে সাইফ থামেন ১১১ রান করে। তবে দিনের শেষ পর্যন্ত টিকে থাকেন ব্যক্তিগত খাতায় ১৩৬ রান তোলা জাকের। এছাড়া মাহিদুল ইসলাম করেন ৩৯ রান। 

পাকিস্তান শাহীনসের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন গুলাম ও মেহরান।

খেলার দুনিয়া | ফলো করুন :