সবাইকে এক হয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার আহ্বান ক্রীড়া উপদেষ্টার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৫৫ পিএম | ২২ আগস্ট, ২০২৪

বন্যায় ইতিমধ্যেই তলিয়ে গেছে কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বেশিরভাগ এলাকা। এদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের অনেক এলাকাও এখন পানির তলে। এদিকে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ দ্রুতই বৃদ্ধি পাওয়ায় বন্যার ঝুঁকিতে আছে তিস্তাপাড়ের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী জেলার বড় একটা অংশ। সব মিলিয়ে তাই পুরো দেশজুড়ে এখন মানুষ ভুগছে বন্যার থাবায়।

দেশের এই সংকটপূর্ণ সময়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আহ্বান জানালেন যার যার জায়গা থেকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।

আজ (বৃহস্পতিবার) এক ভিডিও বার্তায় ক্রীড়া উপদেষ্টা বলেন, টএকইসাথে সারাদেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট (বন্যা) মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের (সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার) বিপক্ষে সবাই একসাথে লড়াই করেছিলাম সেভাবেই দেশের জনগণকে যার যার জায়গা থেকে লজিটিক্স সাপোর্ট দিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’ 

দেশের এই বন্যা পরিস্থিতির জন্য ভারতের দিকেই আঙুল তুললেন ক্রীড়া উপদেষ্টা। ‘ভারতের অববাহিকায় ডম্বুর গেট খুলে দেওয়ায় বাংলাদেশে হঠাত ফ্ল্যাশ ফ্লাডের আকারে ফেনী, কুমিল্লা, নোয়াখালিসহ দেশের প্রায় দশটিরও অধিক জেলায় আঘাত হানে। ভারত কোনো প্রকার সতর্কতা ছাড়াই এই গেটটি খুলে দেয়। প্রায় ৩১ বছর পর প্রথমবারের মতো এই গেটটি খোলা হয়।’ 

এদিকে বন্যার্তদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রায় সাড়ে ১৮ হাজার রেজিস্টার্ড যুবক সংগঠন আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া পাশে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। সেই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সমন্বয়করা সংগ্রহ করছেন টিএসসিতে। প্রায় ৫০টি বোট তারা বন্যা দুর্গত এলাকায় পাঠিয়েছেন উদ্ধার কাজের জন্য। আরও ২০০টি বোট আজকে যাওয়ার কথা। সার্বিকভাবে সারাদেশের জনগণকে আবারও আহ্বান জানাই, যারা ব্যবসায়ী আছেন আপনাদেরও জানাই, দেশের এই সংকটকালে আপনারা এগিয়ে আসুন এবং এই পরিস্থিতি মোকাবেলায় সকলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করুন।’

খেলার দুনিয়া | ফলো করুন :