স্থগিত কিউইদের এ দলের বাংলাদেশ সফর
দেশের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত বাংলাদেশে থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি সরিয়ে নেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আসরটি বসবে সংযুক্ত আরব আমিরাতে। এদিকে নিরাপত্তাজনিত কারণে এবার স্থগিত হলো নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফরটিও।
দেশের শীর্ষসারীর এক গণমাধ্যমের প্রতিবেদনের সূত্রমতে, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বাতিলের আগেই তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা নিউজিল্যান্ড সরকার। তারই অংশ হিসেবে আপাতত বাতিল হয়েছে আসন্ন এই সফরটি।
আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল কিউইদের এ দলের। সেখানে সূচি ছিল দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচের। তবে সফরটি বাতিল হবে না বলে জানিয়েছেন নাফিস।
সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রাভেল রেস্ট্রিকশনস থাকলে তো বোর্ডের কিছু করার থাকে না। আমরা ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সময় সিরিজটি আয়োজন করতে পারব।’