হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামী হলেন সাকিবও

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:১২ এএম | ২৩ আগস্ট, ২০২৪

গেল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনোয়ন নিয়ে সংসদ সদস্য বনেছিলেন সাকিব আল হাসান। সরকারের পতনের পর এবার তার আঁচটাও পাচ্ছেন তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। একই মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 

তাদের বিরুদ্ধে মামলা হয়েছে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় এ মামলা দায়ের করা হয়। ২২ আগস্ট বৃহস্পতিবার রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। 

সাকিব এ মামলার ২৮ নম্বর আসামী। ঠিকানায় লেখা রয়েছে– মো.সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।

মামলার এজাহারে বাদী রফিকুল অভিযোগ করেন, গেল ৫ আগস্ট আদাবরে মিছিলে যোগ দেন তার ছেলে রুবেল। আসামীদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ সঙ্গে প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোঁড়ে। যার ফলে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে তিনি এক দিন থাকার পর ৭ আগস্ট চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এই মামলার প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়াও আরও অজ্ঞাত ৫০০ জন আছেন এই মামলায়। 

এ মামলায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নামও আছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম।

খেলার দুনিয়া | ফলো করুন :