দল পেলেন না জামাল ভূঁইয়া

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:৩৬ এএম | ২৩ আগস্ট, ২০২৪

গত রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদল মৌসুম শেষ হয়েছে। তবে শেষ দিনে মিলল পিলে চমকে যাওয়ার মতো খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে স্কোয়াডে নেয়নি প্রিমিয়ার লিগের কোনো দলই!

তিনি বর্তমানে আছেন দেশের বাইরে। তাকে আদৌ কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল কি না কোনো ক্লাবের পক্ষ থেকে, কিংবা তিনি কোনো প্রস্তাব নাকচ করেছেন কি না, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

গেল মৌসুমের শুরুতে তিনি ছিলেন আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল সোল দে মায়ো দে ভিয়েদমাতে। তবে মাঝ মৌসুমে তিনি চলে এসেছিলেন আবাহনীতে। এই মৌসুমের দলবদলে কোনো ক্লাবে নাম লেখাতে পারেননি তিনি। ফলে অন্তত ২০২৪-২৫ মৌসুমের প্রথম ভাগে তাকে প্রিমিয়ার লিগের কোনো দলে দেখা যাবে না। শীতকালীন দলবদলে কোনো দল তাকে স্কোয়াডে নিলে তখন তাকে আবারও বিপিএলে খেলতে দেখা যাবে।

এদিকে জামাল দল না পেলেও এলিটা কিংসলে দল পেয়েছেন। ব্রাদার্স ইউনিয়ন তাকে দলে টেনেছে এবার। 

আসছে মৌসুমে শেখ জামাল ও শেখ রাসেল ক্রীড়া চক্র বিপিএলে খেলবে না। নিজেদের নাম প্রত্যাহার করেছে দুটো দল। যার ফলে আগামী বিপিএল মৌসুম গড়াবে ১০ দল নিয়ে।

আগামী অক্টোবরের শুরুতে নতুন মৌসুম শুরু হবে। বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ হবে চ্যালেঞ্জ কাপ নামে। সে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করার কথা ভাবছে বাফুফে।

খেলার দুনিয়া | ফলো করুন :