লাঞ্চের আগে সাদমানের ফিফটি, অপেক্ষায় মুমিনুল

লাঞ্চের আগে সাদমানের ফিফটি, অপেক্ষায় মুমিনুল

কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ দিনটা শুরু করেছিল। তবে দিনের শুরুতে দুটো উইকেট খুইয়ে বিপদেই পরে গিয়েছিল সফরকারীরা, মাথার ওপরে ঝুলছিল ফলো অনের শঙ্কাও। 

তবে ওপেনার সাদমান ইসলাম আর মুমিনুল হকের জুটিতে ভর করে সে শঙ্কাটা কিছুটা হলেও কমিয়ে এনেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে ফিফটি ছুঁয়ে ফেলেছেন সাদমান, মুমিনুল আছেন মাইলফলকটি ছোঁয়ার অপেক্ষায়। দুই উইকেট খুইয়ে ১৩৪ রান তুলেছে দল, পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ৩১৪ রানে।

দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছিল ১২ ওভারে ২৭ রান তুলে। তবে তার সঙ্গে ৭ রান তুলতেই আজ দিনের প্রথম উইকেটটা হারিয়ে বসে দল। জাকির হাসান ফেরেন মোহাম্মদ রিজওয়ানের দারুণ এক ক্যাচের শিকার বনে।

এর কিছু পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফেরেন। খুররম শেহজাদের বল তার ব্যাট প্যাডের ফাঁক গলে গিয়ে ভাঙে স্টাম্প। তাতে বাংলাদেশ খুইয়ে বসে দ্বিতীয় উইকেট, স্কোরবোর্ডে রান তখন মোটে ৫৩। ৩৯৮ রানে পিছিয়ে থাকা দলটার সামনে তখন শঙ্কা ফলো অনের।

তবে এরপরই প্রতিরোধের দেয়াল তুলে দাঁড়ান সাদমান ও মুমিনুল। শুরুতে সাদমান খোলসে ঢুকে পড়েছিলেন। তবে ওপাশে মুমিনুল স্বরূপে খেলেছেন একের পর এক শট। শুরুর ঝাপটা সামলে সময় একটু বাড়তেই দুজন আক্রমণ চালান। একটু ধীরে খেললেও ২৮ মাস পর ম্যাচ খেলতে নামা সাদমান ফিফটির দেখা পেয়েছেন সেশনের একেবারে শেষ বলে। তৃতীয় টেস্ট ফিফটির দেখা পেলেন তিনি ২৬তম ইনিংসে এসে। 

ওদিকে মুমিনুল ফিফটির দেখা পাননি এখনও। তিনি আছেন ৫ রানের দূরত্বে। দুই জন মিলে তৃতীয় উইকেটে এখন পর্যন্ত যোগ করেছেন ৮১ রান। এই জুটিতে ভর করেই এখন আশা দেখছে বাংলাদেশ।

সম্পর্কিত খবর