সৌদি লিগে রোনালদোর ‘ফিফটি’
সৌদি প্রো লিগে এবারের ২০২৪-২৫ মৌসুমের শুরুটা হোঁচট দিয়েই হলো আল নাসরের। ঘরের মাঠে গত রাতে আল রাদের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলটি। নাসরের একমাত্র গোলটি করেছেন রোনালদোই। দল ড্র নিয়ে মাঠ ছাড়লেও এই গোলে একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ফুটবল বিশ্বের অন্যতম এই মহাতারকা। সৌদি লিগে নাসরের হয়ে এটি ছিল রোনালদোর ৫০তম গোল।
গত বুধবার ইউটিউবে নিজের চ্যানেল খুলে বেশ সাড়া ফেলেছিলেন রোনালদো। তার চ্যানেল প্রথম দিনেই গড়ে ফেলে দ্রুততম ১০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড। সেই মাইলফলকের পর মাঠে নেমেও এবার মাইলফলক বনে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা ফরোয়ার্ড।
এ নিয়ে চারটি আলাদা লিগে ৫০ গোল পূরণের কীর্তি গড়লেন রোনালদো। শুরুটা ইংলিশ প্রিমিয়ার লিগ দিয়ে, পরে স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সেরি আ'র পরে এবার সৌদি প্রো লিগেও।
নাসরের হয়ে ৫০ গোল করতে রোনালদো সময় নিয়েছেন ৪৮ ম্যাচ। গত রাতে কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে ম্যাচের ৩৪তম মিনিটে তার গোলেই এগিয়ে যায় আল নাসর। পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে আল রাদ। পরে ম্যাচের ৮৫তম মিনিটে আরও একবার জালে বল জড়িয়েছিলেন রোনালদো। তবে সেটি বাতিল হয় ভিএআরে। এতেই ম্যাচ শেষ হয় ১-১ ড্রয়ে।
এদিকে লিগে গত মৌসুমে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন রোনালদো। গত মৌসুমে নাসরের হয়ে করেছিলেন রেকর্ড ৩৫ গোল। সেই ছন্দ ধরে এবারের মৌসুমটাও শুরু করলেন গোল করেই।