মন্ত্রণালয়ের আদেশে ছোট হলো প্যারালিম্পিকের বহর

মন্ত্রণালয়ের আদেশে ছোট হলো প্যারালিম্পিকের বহর

অ্যাথলেট ২ জন, তার বিপরীতে বাংলাদেশের প্যারালিম্পিকগামী বহর ছিল ১৩ জনের। বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে প্যারিসে যাচ্ছিলেন কর্তাদের স্ত্রীরা। এ নিয়ে শেষ কিছু দিনে সমালোচনা হয়েছে বেশ। অবশেষে বিষয়টি নজরে এনেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১৩ জন থেকে ৭ জনে নেমে এসেছে প্যারিসগামী বহর।

আজ শুক্রবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। গত ১৮ জুলাইয়ের জিও বাতিল করার বিষয়টি উল্লেখ করেছে মন্ত্রণালয়। নতুন জিও অনুসারে এই সফরে যাবেন ১৩ জনের জায়গায় ৭ জন। 

দুই অ্যাথলেট যাবেন এই সফরে। দুজন হলেন আল আমিন ও ঝুমা আক্তার। দুজনই খেলবেন আর্চারি ইভেন্টে। 

দুজনের সঙ্গে কোচ নিশিথ দাস, চিকিৎসক মুনিরুল ইসলাম, টিম অফিসিয়াল হিসেবে আসিফ সোবহান, শেফ দ্য মিশন ফখরুদ্দিন হায়দার ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির সভাপতি ডক্টর শেখ আব্দুল সালাম যাবেন এই সফরে। এই ৭ জনের জিও মঞ্জুর করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্পর্কিত খবর