উপদেষ্টা হিসেবে প্রথম মাসের বেতন বন্যার্তদের দিয়ে দিলেন আসিফ মাহমুদ
দেশের ক্রান্তিকালে আরও একবার ত্রানকর্তার ভূমিকায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেনী-নোয়াখালী-কুমিল্লা-খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিতদের সাহায্যের জন্য দান করছেন উপদেষ্টা হিসেবে তার প্রথম মাসের বেতন। যেটা দেবেন প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে।
বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দেন উপদেষ্টা। সেখানে আসিফ লিখেন, ‘উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।’
শুধুমাত্র একটা সিদ্ধান্তেই সীমাবদ্ধ থাকেননি ক্রীড়া উপদেষ্টা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে রেজিস্টার্ড প্রায় সাড়ে ১৮ হাজার যুব সংগঠনকে নির্দেশনা হয়েছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর।
এছাড়াও তিনিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ত্রাণ সংগ্রহ করেছেন টিএসিতে। যেখানে প্রথম দিনেই সংগ্রহ করা হয়েছে ১৪ লাখ ৬০ হাজার টাকার অনুদান। এছাড়াও শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী তো ছিলোই। যেটা এখনও চলমান।
প্রায় ৫০টি বোট পাঠানো হয়েছে বন্যা দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধার করতে। সবমিলিয়ে তাদের ব্যানারে কাজ করবে আড়াইশো বোট।
সবমিলিয়ে দেশ পুর্নগঠনে এবং এমন বিপর্যয়ে আসিফদের ভূমিকা প্রশংসা পাচ্ছে বেশ। তার ওপর আসিফের অনুদানের পরিমাণ যেমনই হোক, দৃষ্টান্ত হয়ে থাকবে নিঃসন্দেহে।