সেঞ্চুরির দ্বারে এসে ফিরলেন সাদমান
বেশ ধিরস্থিরভাবেই শুরুটা করেছিলেন সাদমান। শুরুতে দ্রুতই জাকির ও শান্ত উইকেট হারালে মুমিনুলকে নিয়ে ৯৪ রানের দারুণ জুটিতে চাপ সামলে নেয় এই বাঁহাতি ব্যাটার। সেই জুটির মাঝে নিজের ফিফটি পূরণ করতে ১২৩ বল খেলেছিলেন সাদমান। তবে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন দ্রুতই। তবে শিকার হলেন নার্ভাস নাইন্টিস এর। ১৮৩ বলে তার ইনিংস থামে ৯৩ রানে।
সাদমানের আউটের পরই ঘোষণা আসে চা বিরতির। রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ৬৬ ওভারে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯৯ রান। স্বাগতিকদের চেয়ে এখনো ২৪৯ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
এদিকে রাওয়ালপিন্ডিতে দিনের শুরুটাই বাংলাদেশের হয়েছে ধাক্কা দিয়ে। দলীয় ৩১ রানের মাথায় নাসিম শাহের বলে ফেরেন জাকির। পরে আরেক ওপেনার সাদমানকে নিয়ে চাপ সামলে ওঠার পথেই এগোচ্ছিলেন অধিনায়ক শান্ত। তবে দলীয় ৫৩ রানের মাথায় খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরের রাস্তা মাপেন তিনি। তার ব্যাটে আসে ১৬ রান।
সেখানে মুমিনুলকে নিয়ে সেই চাপ ভালোভাবেই সামলে নেন সাদমান। তাদের ৯৪ রানের দারুণ জুটি ভাঙে ফিফটি তুলে মুমিনুল আউটের পর। তবে সাদমান এগোচ্ছিলেন নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথেই। তবে জাকির-মুমিনুলের মতো তিনিও ফিরলেন বোল্ড হয়েই। দলীয় ১৯৯ রানের মাথায় মোহাম্মদ আলীর দারুণ এক বলে পরাস্ত হন এই ২৯ বছর বয়সী ব্যাটার।
২২ গজে এই মুহূর্তে মুশফিকের বিপরীতে ব্যাটিংয়ে নেমেছেন সাকিব আল হাসান।