চার ফিফটিতে রাওয়ালপিন্ডির তৃতীয় দিনটা বাংলাদেশের

চার ফিফটিতে রাওয়ালপিন্ডির তৃতীয় দিনটা বাংলাদেশের

রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনের শুরুটা খুব একটা ভালো হয়েছিল না বাংলাদেশের। দলীয় ৫৩ রানের মধ্যেই জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় সফরকারীরা। তবে দিনের বাকি অংশের পুরোটাতেই চালকের আসনে থাকল মুশফিক-মুমিনুলরা। ওপেনার সাদমান ইসলাম তো ফিরেছেন সেঞ্চুরির একদম দ্বারে গিয়ে, ৯৩ রান করে। এছাড়া ফিফটি করেছেন মুমিনুল, মুশফিক, লিটনরা। চার ফিফটিতে তাই তৃতীয় দিন শেষে ৯২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান।

এতে বাংলাদেশ পিছিয়ে আছে ১৩২ রানে। ২২ গজে এই মুহূর্তে ৫৫ রানে অপরাজিত আছেন ৫৫ রানে। এদিকে ৫২ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন আরেক উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

দ্বিতীয় দিনটা পুরোটা ছিল স্বাগতিকদের দখলে। গতকাল (বৃহস্পতিবার) তৃতীয় সেশনে এসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সেখানে দলীয় সর্বোচ্চ ১৭১ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান। এছাড়া সৌদ শাকিল করেন ১৪১ রান এবং সাইম আইয়ুবের ব্যাটে আসে ৫৬ রান। 

পরের দ্বিতীয় দিনের শেষটায় ১২ ওভারে বিনা উইকেটে ২৭ রান তুলে বাংলাদেশ। তবে বিপত্তিটা আসে আজকের দিনের শুরুতে। দলীয় ৩১ রানের মাথায় নাসিম শাহের বলে ফেরেন জাকির। পরে আরেক ওপেনার সাদমানকে নিয়ে চাপ সামলে ওঠার পথেই এগোচ্ছিলেন অধিনায়ক শান্ত। তবে দলীয় ৫৩ রানের মাথায় খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরের রাস্তা মাপেন তিনি। তার ব্যাটে আসে ১৬ রান। সেখানে মুমিনুলকে নিয়ে সেই চাপ ভালোভাবেই সামলে নেন সাদমান। তাদের ৯৪ রানের দারুণ জুটি ভাঙে ফিফটি তুলে মুমিনুল আউটের পর। তবে সাদমান এগোচ্ছিলেন নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথেই। তবে জাকির-মুমিনুলের মতো তিনিও ফিরলেন বোল্ড হয়েই। দলীয় ১৯৯ রানের মাথায় মোহাম্মদ আলীর দারুণ এক বলে পরাস্ত হন এই ২৯ বছর বয়সী ব্যাটার। এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৯৩ রান এসেছে এই সাদমানের ব্যাটেই।  

এদিকে ছয়ে নেমে সাকিব টিকতে পারেননি বেশিক্ষণ। ফিরেছেন পার্ট-টাইম বোলার সাইম আইয়ুবের বলে। তবে ষষ্ঠ উইকেটে আরও একটি দারুণ জুটি গড়েন লিটন ও মুশফিক। তাদের জুটি এখন পর্যন্ত অপরাজিত আছে ৯৮ রানে। 

এখন পর্যন্ত কোনো শতকের দেখা পায়নি বাংলাদেশি ব্যাটাররা। তবে চারজনের ফিফটিতে স্বাগতিকদের বড় সংগ্রহের একটা ভালো জবাবই দিচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

সংক্ষিপ্ত স্কোরঃ (৩য় দিন শেষে)

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ডি. (১১৩ ওভার); (রিজওয়ান ১৭১*, শাকিল ১৪১, সাইম ৫৬; শরিফুল ২-৭৭, হাসান ২-৭০)

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১৬/৫ (৯২ ওভার); (সাদমান ৯৩, মুশফিক ৫৫*, লিটন ৫২*, মুমিনুল ৫০; খুররাম ২-৪৭, আলি ১-৪২)

বাংলাদেশ ১৩২ রানে পিছিয়ে

সম্পর্কিত খবর