‘আমার চোখে হ্যারি ব্রুক হচ্ছে নতুন জো রুট’

‘আমার চোখে হ্যারি ব্রুক হচ্ছে নতুন জো রুট’

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টের পর ব্যাপক প্রশংসা পেয়েছিলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার বিপক্ষে ২য় দিনে ৭৩ বলে চারটি বাউন্ডারির মাধ্যমে ৫৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন ব্রুক। এরপরই সাবেক ইংলিশ তারকা পেসার স্টুয়ার্ট ব্রড তাকে জো রুটের মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে তুলনা করেছেন।

স্টুয়ার্ড ব্রড ব্রুককে নিয়ে বলেছেন, ‘জো রুটের অফ-স্টাম্প লাইনের বলকে সোজা মিড-উইকেটের মাধ্যমে আঘাত করার দুর্দান্ত ক্ষমতা ছিল, ব্রুকের মধ্যেও আমি তেমনটা দেখতে পাই।’

হ্যারি ব্রুক কিংবদন্তি স্টুয়ার্ট ব্রডের কাছ থেকে ইংল্যান্ডের তরুণ ব্যাটারদের মধ্যে বরাবরের মতোই প্রশংসা পেয়ে এসেছেন। ব্রুক নিজেও এখন আধুনিক ব্যাটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে অন্যতম সেরা একজন হিসেবে বিবেচিত হন।

স্কাই স্পোর্টসকে ব্রড বলেন, ‘আমার মনে আছে হ্যারির একটি নেট সেশন এবং তার অফ-স্টাম্প লাইন ধরে সোজা মিড-উইকেটের মধ্য দিয়ে আঘাত করার মতো দুর্দান্ত ক্ষমতা ছিল।’

সম্পর্কিত খবর