মামলা নিয়ে কি খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব?
রাজনৈতিক পালা বদলের আগে-পরে সাকিব আল হাসান আছেন সমালোচনার তুঙ্গে। মাঠের ক্রিকেটেও পারফর্ম্যান্সের যাচ্ছেতাই অবস্থা। এবার এর সাথে যোগ হয়েছে হত্যা মামলা।
সরকার পতনের পর দেশজুড়ে আওয়ামী নেতাদের বিরুদ্ধে হচ্ছে মামলা। গণহত্যা মামলা দেওয়া হয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতাদের নামেও। সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি।
গত ০৫ আগস্ট আন্দোলনের শেষদিন আদাবরে গুলিবিদ্ধ হয়েছেন তার ছেলে মোঃ রুবেল। যিনি একজন গার্মেন্টসকর্মী। বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেল শহীদ হন ০৭ আগস্ট । আদাবর থানায় করা সেই মামলায় সাকিব অবশ্য একাই সে মামলার আসামি নন। শেখ হাসিনাসহ সেই মামলার মোট আসামি ১৫৬ জন। সাকিবের নাম আছে ২৮ নম্বরে।
এবার প্রশ্ন উঠেছে এমন অভিযোগ থাকা একজন জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবেন? যদিও তার নামে এখনও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। জারি করা হলে সেক্ষেত্রে দেশে আসলে তাকে আটক করার অধিকার আছে পুলিশের।
গ্রেপ্তারি পরোয়াণা জারি করা হলে, একেবারে শঙ্কামুক্ত থাকতে হলে সাকিবের যেটা করতে হবে সেটা হলো, আগাম জামিন নিশ্চিত করা। সেক্ষেত্রে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দেখিয়ে জামিন পেতে হবে তাকে। যদিও তখন কানাডায় ব্যস্ত ছিলেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে।
এ ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি কিংবা সাকিবের দেশে ফেরা নিয়ে কী সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আপাতত মুখ খুলতে রাজি নয় বিসিবি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহের বোর্ড মিটিং শেষে।