বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির
এই মুহূর্তে দেশের ১০টিরও বেশি জেলা বন্যায় প্লাবিত। লাখ লাখ মানুষ হয়ে পড়েছে আশ্রয়হীন। দেশের জাতীয় এই সংকট মোকাবেলায় এবার পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন বিসিবির নবনিযুক্ত সভাপতি ফারুক আহমেদ।
আজ (শুক্রবার) এক অফিশিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সেই বিবৃতিতে বিসিবি সভাপতি বলেন, ‘চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের কথা আমাদের চিন্তায় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কঠিন সময়ে আমাদের দেশের মানুষদের সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য এবং ত্রাণ প্রদানের জন্য আমরা দ্রুতই পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের জাতিকে পুনরুদ্ধার ও পুনর্নির্মাণে সহায়তা করার জন্য আমরা যে কোনো উপায়ে সহায়তা করতে প্রস্তুত।’
এছাড়াও চলমান বৈরি অবস্থায় দেশের ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনাও জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ।
এদিকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন মাশরাফি, তামিম,মুশফিক, তাওহীদ হৃদয়রাও। একইসঙ্গে তারাও নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতিও জানিয়েছেন।